নমস্কার,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , ব্যাচ 2016 এর রিইউনিয়ন অনুষ্ঠিত হতে চলেছে 19th অক্টোবর 2020 , সোমবার | ব্যাচ 2016 এর একজন স্টুডেন্ট হিসেবে আপনার সতস্ফুর্ত অংশগ্রহণ আমাদের ইউনিয়নকে আরও আকর্ষণীয় করে তুলবে |
Table of Contents
রিইউনিয়ন সম্পর্কে সর্তকতা
বৈশ্বিক মহামারী করণা ভাইরাস এর কথা বিবেচনা করে আমাদেরকে অনেক সতর্কতার সহিত রিইউনিয়ন অনুষ্ঠান পরিচালনা করতে হবে | সাথে রয়েছে স্যারের দেওয়া বিশেষ কিছু নিয়ম | আমাদের প্রত্যেকের এই নিয়মগুলো নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে |
রিইউনিয়নে সাধারণ কার্যপ্রণালী
16 তারিখ পর্যন্ত টাকা দেওয়া প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হবে | টিকিটে আপনার নাম এবং ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের স্বাক্ষর থাকবে | বিদ্যালয় প্রাঙ্গনে ঢোকার সময় আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে |
বেলা 11 টার সময় প্রত্যেক স্টুডেন্টদের রিইউনিয়ন এর প্রধান আলোচনা সভায় অংশগ্রহণ করতে হবে | আলোচনা সভায় বিশেষ অতিথি এবং প্রধান অতিথির বক্তব্য প্রদান করবে পাশাপাশি আমাদের 2016 ব্যাচের কিছু স্টুডেন্টের স্বাগত বক্তব্য এবং ব্যক্তিগত মতামত তো থাকছেই |
আলোচনা সভা শেষে দুপুরের হালকা খাবার দুপুর 1 টায় প্রদান করা হবে , সে ক্ষেত্রে আপনাকে টিকিটের অর্ধেক অংশ প্রদান করে খাবার সংগ্রহ করতে হবে |
দুপুরের খাবার এর শেষে আলোচনা সাপেক্ষে আরো বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে |
রিইউনিয়ন এর সমস্ত কার্যাবলী বিকেল পাঁচটায় শেষ করা হবে এবং তারপর বিকেলের খাবার দেওয়া হবে | এক্ষেত্রে আপনার টিকিট এর পরবর্তী অংশ জমা নেওয়া হবে |
স্যারদের দেওয়া কিছু বিশেষ নিয়ম
বর্তমান বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং আরো কিছু তথ্য বিবেচনা করে মেয়েদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হবে |
রিইউনিয়ন এর জন্য ধার্যকৃত টাকা
রিইউনিয়ান করার জন্য সকলের অনুমতিক্রমে 300 টাকা ধার্য করা হয়েছে | আপনার নিজস্ব এলাকায় একজন ম্যানেজার নিয়োগ করা হয়েছে যার কাছে আপনি 300 টাকা দিতে পারবেন | এবং যারা বিকাশে বা অনলাইনে টাকা প্রদান করতে ইচ্ছুক তারা বিকাশ অথবা ব্যাংক এর মাধ্যমে টাকা প্রদান করতে পারবেন | নিচে সব ধরনের নিয়ম উল্লেখ করা হয়েছে |
রিইউনিয়ন এর টাকা প্রদান
আপনি যদি রি-ইউনিয়নের টাকা অনলাইনে প্রদান করতে চান তাহলে আপনাকে অবশ্যই বিকাশে , (ব্যাংকের মাধ্যমে অথবা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয় এর মাধ্যমে )পেমেন্ট করতে হবে |
রিইউনিয়ন এর টাকা জমাদানের শেষ তারিখ
আপনাকে অবশ্যই 16 তারিখে রাত 12 টার আগে 300 টাকা পরিশোধ করতে হবে | 16 তারিখের পরে কোনভাবেই টাকা জমা নেওয়া হবে না | এক্ষেত্রে আপনি সচেতন হয়ে আগে আগে টাকা প্রদান করার চেষ্টা করুন |
এলাকাভিত্তিক টাকা দায়িত্বে যারা আছেন
এলাকাভিত্তিক টাকা তোলার দায়িত্বে যাদের নাম এবং নাম্বার দেওয়া হয়েছে এগুলো বিকাশ নাম্বার নয় | এগুলো তাদের কন্টাক নাম্বার | বিকাশে টাকা প্রদান করার জন্য শুধুমাত্র 01700891840 নাম্বার ব্যবহার করতে হবে |
Village/street :- গান্ধা সুর
Name :- সৈরভ বিশ্বাস
Number:-01761853969
Village/street :- গান্ধা সুর
Name :- Indro
Number:-01797190456
Village/street :- হাট বাড়ি
Name :- সোহাগ
Number:-01772227089
Village/street :-Satpar
Name :- কার্তিক শীল
Number:-
Village/street :-পাটকেল বাড়ি
Name :- রাজু বিশ্বাস
Number:-01752489103
Village/street :- ঘোষাল কান্দি
Name :- কার্তিক
Number:- 01823401282
Village/street :- কৃষ্ণপুর
Name :- মিঠুন বিশ্বাস
Number:- 017756733399
Village/street :-তারগ্রাম, ফানাইল, পিঠাবাড়ি
Name :- জয় বালা
Number:-0155499666
Village/street :-তারগ্রাম, ফানাইল, পিঠাবাড়ি
Name :- Shamrat
Number:-01754933046
Village/street :-টুট্টামন্দ্রা
Name :- সুরজিৎ
Number:-01867053339
সর্বপ্রথম এলাকাভিত্তিক যারা টাকা প্রধানের দায়িত্বে রয়েছেন তাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করুন | তাদের সাথে যোগাযোগ করতে / তাদের হাতে টাকা তুলে দিতে যদি কোন সমস্যা হয় তাহলে বিকাশ নাম্বারে পেমেন্ট করুন |
বিকাশে পেমেন্ট
নিচের নাম্বারে আপনি সরাসরি বিকাশ এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন | বিকাশে টাকা পেমেন্ট করলে আপনাকে অবশ্যই (SD, ভ্যাট এবং সম্পূরক শুল্ক ) প্রদান করতে হবে | বিকাশে শতকরা 2 % (SD, ভ্যাট এবং শুল্ক) প্রযোজ্য | সে ক্ষেত্রে 300 টাকায় আপনাকে 306 টাকা পেমেন্ট করতে হবে | সব থেকে ভাল হয় আপনি যদি 310 টাকা পেমেন্ট করেন |
বিকাশে সেন্ড মানি করার নিয়মাবলী নিয়মাবলী
সেন্ড মানি সেবার মাধ্যমে আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে আরেকটি বিকাশ একাউন্টে টাকা পাঠাতে পারেন যেকোন সময়। সেন্ড মানি করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “সেন্ড মানি” সিলেক্ট করুন
৩। আপনি যে বিকাশ একাউন্টে টাকা পাঠাতে চান ( 01700891840 )নাম্বারটি লিখুন
৪। আপনি যে পরিমাণ টাকা পাঠাতে চান সেই পরিমাণ টি লিখুন (310)
৫। লেনদেনের রেফারেন্স 1 দিন|
৬। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে লেনদেনটি সম্পন্ন করুন
আপনি এবং প্রাপক দুজনই বিকাশ থেকে কনফার্মেশন মেসেজ পাবেন।
অন্যান্য পেমেন্ট (অপশনাল )
ব্যাংকে পেমেন্ট
আপনি যদি ব্যাংকে পেমেন্ট করতে পছন্দ করেন তাহলে নিচের নাম ব্যাংক একাউন্টে সরাসরি টাকা পাঠাতে পারেন |
অ্যাকাউন্ট নাম্বার :-111918200001621
সার্ভিস হোল্ডার নাম :- PARTHA BHAKTA
সতর্কতাঃ
টাকা পাঠানোর পরে অবশ্যই উক্ত নাম্বারে ফোন করুন এবং কনফার্ম করুন | সব থেকে ভাল হয় আপনি যে কনফার্মেশন মেসেজ টি পাবেন তাই স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখা | এতে পরবর্তীতে ট্রানজেকশন আইডি টি সংরক্ষিত থাকে |
পরবর্তী আপডেট আসলে আপনাকে অবশ্যই জানানো হবে আমাদের বিশেষ কি ফ্রেন্ড হল 16 তারিখের 27 তারিখে এবং 18 তারিখে আপনি নতুন আপডেট পাবেন | 19 তারিখে রিইউনিয়ন শেষে সমস্ত টাকা এবং খরচের হিসাব অনলাইনে আপলোড করা হবে |
আপনার মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন | অথবা আমাদের কর্তৃপক্ষের সাথে কন্টাক্ট করুন|